যে কোনো অ্যান্ড্রোয়েড ভার্শনের নোটিফিকেশন বা স্ট্যাটাস বার ললিপপ/মার্সমেলো র মতো করুন

যে কোনো অ্যান্ড্রোয়েড ভার্শনের নোটিফিকেশন বা স্ট্যাটাস বার ললিপপ/মার্সমেলো র মতো করুন

 আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ্ র রহমতে আমিও ভালো আছি। 

আজকে আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো। যারা আগের ভার্শনের অ্যান্ড্রোয়েড ব্যবহার করে তাদের অনেক উপকার হবে এই অ্যাপস থেকে। এই অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের নোটিফিকেশন বা স্ট্যাটাস বার সহজেই ললিপপ/মার্সেমেলো বা যে কোনো ভার্সনের মতো করতে পারবেন।

তোহ্ চলুন দেখি, কিভাবে খুব সহজে যে কোনো ফোনের নোটিফিকেশন বার ললিপপ বা মার্সেমেলো র মতো করতে পারবেন :

প্রথমে আমরা প্লে স্টোরে যাবো... তারপর 'Material Status Bar' লিখে সার্চ করবো এবং প্রথমে যে অ্যাপস টি আসবে সেটা ফোনে ইনস্টল করবো।


অথবা সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করুন - প্লে স্টোর লিঙ্ক

এখন অ্যাপস টি ওপেন করুন এবং ডানদিকে উপরে স্ট্যাটাস বার টি অন করুন।

অন করার পর প্রথমে একটা অপশন পাবেন 'Theme' নামে, সেইখান থেকে আপনি আপনার পছন্দের স্টাইল সিলেক্ট করে আপনার নোটিফিকেশন বার টি চেন্জ করে ফেলতে পারেন।


যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।

সবার শুভ কামনায় - ট্রিক্স টিউনার